gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বোয়ালমারীতে বোনের বিরুদ্ধে দুই ভাইয়ের বাড়ি দখলের অভিযোগ
প্রকাশ : সোমবার, ১৮ জুলাই , ২০২২, ০৫:০৯:২৬ পিএম
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :
1658142590.jpeg
ফরিদপুরের বোয়ালমারীতে এক বোনের বিরুদ্ধে দুই ভাই কর্তৃক বাড়ি জবরদখলের অভিযোগ উঠেছে। দুই ভাই রানা শেখ ও রাজ্জাক শেখ এলাকায় না থাকা এবং তাদের সরলতার সুযোগ নিয়ে ২০ শতক জমিসহ মায়ের নামে থাকা বাড়ির পুরোটাই বোন আলেয়া বেগম দখল করে নিয়েছেন বলে অভিযোগ। উপজেলার পৌর সদরের কুশাডাঙ্গা গ্রামে ঘটেছে এ ঘটনা। জানা যায়, স্থানীয় বাহিরবাগ মৌজার ২৩৮২ নং দাগের ২০ শতক জমির উপর নির্মিত একটি পুরাতন বাড়ির মূল মালিক কুশাডাঙ্গা গ্রামের মৃত দুদু শেখের স্ত্রী সুন্দরী বেগম। দুই পুত্র রানা শেখ ও রাজ্জাক শেখ কর্মসূত্রে এলাকার বাইরে বসবাস করায় বাড়িটি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল। এ সুবাদে কয়েক বছর আগে বাড়িটিতে আশ্রয় নেন তাদের বোন আলেয়া বেগম। কিছুদিন পর আলেয়া ভাইদের সহায়তায় বাড়িটিতে কিছু সংস্কার কাজ করান। স্বামী-সন্তানদের নিয়ে ওই বাড়িতে বসবাস করতে থাকেন আলেয়া। কথা ছিলো অচিরেই আশপাশে কোথাও জমি কিনে সেখানে চলে যাবেন তারা। সরল বিশ্বাসে বোন-ভগ্নিপতির এ কথায় সায় দেন দুই ভাই রানা-রাজ্জাক। কিন্তু পরবর্তীতে সেই প্রতিশ্রুতি আর রক্ষা করেননি বোন-ভগ্নিপতি। তারা পুরো বাড়িটিরই মালিকানা দাবি করে আরো পাকাপোক্ত ভাবে বসতি গড়ে তোলেন। সম্প্রতি রানা ও রাজ্জাক নিজেরাই বাড়িটি ব্যবহার করতে চাইলে বাধে বিপত্তি। বোন আলেয়া পুরো বাড়িটি নিজের দাবী করে তা থেকে নামতে অস্বীকৃতি জানান। এ ব্যাপারে রানা শেখ বলেন, পরম মমতায় অসহায় বোনকে আশ্রয় দিলাম, এখন সেই কিনা সব গিলে খাইতে চাইছে। অপরদিকে বোন আলেয়া বেগম বলেন, মায়ের দেয়া জমিতে বাড়ি করে বসবাস করছি। কেউ ফু দিলেই চলে যাওয়ার সুযোগ নেই।

আরও খবর

🔝