gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতিতে ৩ বন্দরে কয়েকশ ট্রাক আটকা
প্রকাশ : মঙ্গলবার, ৭ জুন , ২০২২, ০৪:০৪:৫৩ পিএম
ঢাকা অফিস:
1654596312.jpg
বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে, কর্মবিরতির ডাক দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন। এজেন্টদের কর্মবিরতির কারণে ৩ স্থলবন্দরে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি। এতে আটকা পড়েছে পণ্যবাহী কয়েকশ ট্রাক।লাইসেন্সিং বিধিমালা, এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত আইন বাতিলের দাবিতে চট্টগ্রাম, সাতক্ষীরা ও বেনােপালে কর্মবিরতি পালন করছেন সিএন্ডএফ এজেন্টরা।বন্দর ব্যবহারকারীদের ডাকা অনির্দিষ্টকালের এ কর্মবিরতিতে মঙ্গলবার সকাল থেকে বেনাপোল বন্দরে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে বন্দরে আটকা পড়েছে অসংখ্য পণ্যবাহী ট্রাক।মঙ্গলবার সকাল থেকে বেনাপোল কাস্টম হাউজের সামনে সমাবেশ করছে বাংলাদেশ সিএন্ডএফ এজেন্ট কর্মকর্তা ও সদস্যরা।এ সময় আন্দোলনকারীরা জানান, জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও তা আমলে নেয়া হয়নি। বাধ্য হয়ে দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেছেন তারা।বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, বার বার লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনের দাবি জানানো হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেয়ায় কর্মবিরতির ডাক দেয়া হয়েছে।রোববার ঢাকায় সাংবাদিক সম্মেলন করে সংগঠনটি। সংগঠনের সভাপতি শামসুর রহমান ও মহাসচিব সুলতান হোসেন খান স্বাক্ষরিত চিঠিতে কর্মবিরতি কর্মসূচির ঘোষণা করা হয়।অনির্দিষ্টকালের এ কর্মবিরতির জেরে পচনশীল পণ্য নষ্টের আশংকা করছেন ব্যবসায়ীরা।

আরও খবর

🔝