gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পলাশের দায় স্বীকার, ইব্রাহিমকে রিমান্ডে নেয়ার আবেদন

❒ আফজাল হত্যা মামলা

প্রকাশ : শুক্রবার, ৩ জুন , ২০২২, ০৯:৪৭:০৪ পিএম
কাগজ সংবাদ:
1654271430.jpg
যশোরের নাজির শংকরপুরে আফজাল হত্যা মামলায় আটক সন্ত্রাসী পলাশ শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালমান আহমেদ শুভ পলাশের জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পলাশ নীলগঞ্জ তাঁতিপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শরীফ আল মামুন।গত বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর গ্রাম থেকে তাকে আটক করে র‌্যাব সদস্যরা। অন্যদিকে, এ মামলায় আটক অপর আসামি ইব্রাহিম ওরফে টাক ইব্রাহিমের পাঁচদিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। আদালত রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন। ইব্রাহিম তাঁতিপাড়ার মোশারফের ছেলে। এসআই মামুন জানান, সন্ত্রাসী পলাশকে র‌্যাব আটকের পর থানায় সোপর্দ করে। আটক পলাশ জানিয়েছেন, বেশ কয়েকমাস আগে ট্যারা সুজনকে ছুরিকাঘাত করা হয়। যার নেপথ্যে ছিলেন আফজাল বলে দাবি করে ট্যারা সুজন বাহিনী। তার জের ধরে দু’পক্ষের মধ্যে শত্রুতা চলে আসছিল। এর জের ধরেই ট্যারা সুজন বাহিনী আফজালকে হত্যা করে। যা আদালতে স্বীকার করেছেন পলাশ।অন্যদিকে টাক ইব্রাহিমের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রিমান্ডে নিলে গুরুত্বপূণ তথ্য আসবে। এজন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, গত ২৯ মে রাত সাড়ে ৭টার দিকে নাজির শংকরপুর চাতালের মোড়ের সিটি মডেল একাডেমির সামনে হত্যাসহ প্রায় এক ডজন মামলার আসামি আফজালকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।

আরও খবর

🔝