gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
টেস্ট দলের অধিনায়ক সাকিব
প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুন , ২০২২, ০৭:০৪:০১ পিএম
ঢাকা অফিস:
1654175335.jpg
শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। সাকিব আল হাসান বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।একইসাথে টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছেন লিটন দাসকে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।মুমিনুল হক টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পর নতুন অধিনায়কের জন্য বোর্ডের নজরে ছিলেন বেশ কয়েকজন।সিনিয়র-জুনিয়রদের মিশেলে তৈরি বোর্ডের পছন্দের তালিকায় ছিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।তবে আগে থেকেই টেস্ট দলের দায়িত্বভার বুঝিয়ে দিতে সাকিবকে সবার চেয়ে এগিয়ে রেখেছিলো বোর্ড, বিভিন্ন সময়ে ইঙ্গিত মিলেছিলো বোর্ড কর্তাদের ভাষ্যেও।২০১৯ সালে ক্রিকেট থেকে সাকিব নিষিদ্ধ হওয়ার পর টেস্ট দলের দায়িত্ব দেয়া হয় মুমিনুল হককে।নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরলেও, ফিরে পাননি হারানো জায়গা। মুমিনুলের দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে ফের সে সম্ভাবনা জাগে।

আরও খবর

🔝