gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
লাভডা হচ্চে কাগের?
প্রকাশ : বুধবার, ১ জুন , ২০২২, ১০:০৩:০৯ পিএম
:
1633708395.jpg
ময়মুরুব্বীগের মুকি শুনিচি পেত্তেকদিন যায় খাক এট্টু দুধ গুড় কিম্বা দুধির সাথে কলা আম কাঠাল না খালি মনে কত্তেন খাওয়াডাই মাটি। তাও আমাগের মতোন গুড়ুলে কাপে ওষুদ খাওয়ার মতো দুধ খাওয়া না, পুরো বাটিতি পুছা না বুড়লি তারা তা চাইকেও দেকতেন না। সে সুমায় গেরস্ত মানে গুলা ভরা ধান, পুকোর ভরা মাছ আর গইল ভরা গরু বুজোতো। বাপ চাচারা কতেন শুদু দুধির পাতে পুছা বুড়লিও হইতো না, চরাট দুধির সর পাতের কান্দায় না থাকলি খাওয়ার মজাডায় থাইকতো না। সেই দিন কনতে কনে চইলে গেচে। একন পেত্তেকদিন দুধ খাওয়াতো দূরি থাক কিডা কবে সব্বশেষ দুধ খায়চি সিডাও অনেকে গুইনে পইড়েও মনে কত্তি পারবে কিনা সন্দো। জিনুস পত্তরের সাতে সাতে বাইড়েচে দুধিরও দাম। ৫০/৬০ হতি হতি দুধ একন ৭০/৮০ টাকায়ও বিক্কির হচ্চে কোনটোয়। এই নিয়ে যারা দুধ কেনছেন তাইগের মনে অশান্তির শেষ নেই। কাল ঘটা কইরে পালন করা হইলো বিশ্ব দুধ দিবস। দিনির মূল কতা ছিলো সুস্ত থাকলি হলি পেত্তেক দিন এক গেলেস দুধ খাতি হবে। তেবে দুধ দিবসের আলোচুনা সভা শুনতি যাইয়ে খটকায় পইড়ে গিলাম। খামারীরা মনের দুক্কি বুকোয় পড়তিলো। তাইগের দুক্কু হচ্চে হ্যাতো বড়ো এট্টা কাজ দেশের জন্যি তারা কচ্চে কিন্তুক কোনটোয় তাইগের কোন স্বীক্কিতি নেই। তার চাইতি বড় দুক্কু হচ্চে গরুর খাইদ্য খাবারের দাম হুড়োয় বাড়চে, সে তুলনায় বাড়চেনা দুধির দাম। সরকারি ভাবে দুধ কিনার কোন জাগা নেই। তাই বাইদ্য হইয়ে তারা বিরাকের কাচে দুধ বেচতি বাইদ্য হচ্চে। বিরাকের কাচে খামারিরা পাইকেড়ি দুধ বেইচতেচে ৩৫ টাকা আর  খুচরো বেইচতেচে ৪০ টাকা কেজি দরে। কিন্তুক আমরা কিনতি গেলি কিনতি হচ্চে ৭০ /৮০ টাকা কেজি দরে।আমি মুক্কু সুক্কু মানুস, জ্ঞানের বহর খাটো কিন্তুক এট্টা জিনুস বুজ পাইনে, যারা খামারী দুধ বানাচ্চে তারা বেইচতেচে ৩৫/৪০, আমরা যারা কিনতিচি তাইগের কিনতি হচ্চে ৭০/৮০ টাকা। দুই পক্কই হা হুতোশ কত্তিচি লস খাইয়ে তালি লাভডা হচ্চে কাগের? লাভের সরডা মচ্চিমুলামে খাচ্চে কারা কওদিনি বাপু? আলাম কনে, মলাম যে !ইতি-অভাগা আক্কেল চাচা০১৭২৮৮৭১০০৩

আরও খবর

🔝