gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে হত্যা ও মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মে , ২০২২, ০৯:১৭:৪৪ পিএম
কাগজ সংবাদ:
1654010284.jpg
যশোরে হত্যা ও মাদকের দু’টি মামলায় দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার পৃথক দু’টি আদালত এ রায় দেন। একইসাথে একজনকে খালাস দিয়েছেন আদালত।আদালত সূত্র জানিয়েছে, ২০০৮ সালের ১৩ জুলাই সকালে শার্শার পুটখালী রহমতপুর গ্রামের একটি কবরস্থান থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক হাবিবুর রহমান হবির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। হবি পাটবাড়ি গ্রামের সাজ্জাদ আলীর ছেলে। এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ের আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন হবির ভাই আনোয়ার হোসেন। তিনি মামলায় উল্লেখ করেন, ১২ জুলাই রাত ১০ টার পর বাড়ি থেকে বের হন হবি। এরপর আর খোঁজ পাওয়া যায়নি। তদন্তে উঠে আসে, হবির পালক পুত্র পাটবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে রানা ও তার শ্যালক পূর্বপরিকল্পিতভাবে হবিকে খুন করেন। রানা আদালতে দেয়া স্বীকারোক্তিতে বলেন, তার স্ত্রীকে হবি প্রায় কুপ্রস্তাব দিতেন। রাজি না হওয়ায় ক্ষতির চেষ্টা করতে থাকেন। সর্বশেষ, ১২ জুলাই সকালে রানা বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন হবি। রানা বাড়িতে এসে বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। এর জের ধরে রানা ও জসিম পরিকল্পিতভাবে হবিকে ডেকে নিয়ে হত্যা করেন। মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার এসআই ওমর শরীফ ২০০৯ সালের ৩১ জানুয়ারি ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। এ মামলায় স্পেশাল জজ মোহাম্মদ সামছুল হক রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডের আদেশ দেন।  অপর আসামি জসিমকে খালাস প্রদান করেন বিচারক। সাজাপ্রাপ্ত রানা পলাতক রয়েছেন।এছাড়া, ২০১৮ সালের ২৮ অক্টোবর সকাল সাড়ে সাতটায় ডিবি পুলিশ মণিরামপুর অবস্থানকালে জানতে পারে যোগীপোল গ্রামে এক ব্যক্তি হেরোইন নিয়ে অবস্থান করছেন। ডিবি তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে যোগীপোল গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে শহিদকে আটক করে। ওইসময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা করেন ডিবির এসআই সেকেন্দার আবু জাফর। মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১৭ ডিসেম্বর ডিবির এসআই আবুল খায়ের মোল্লা চার্জশিট দেন। মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু বকর সিদ্দিকি আসামি শহিদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আরও খবর

🔝