gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তেঁতুলতলা মাঠে ঈদের নামাজ আদায়, স্থানীয়রা খুশি
প্রকাশ : মঙ্গলবার, ৩ মে , ২০২২, ০৫:৩৯:৫১ পিএম
ঢাকা অফিস: :
1651578015.jpg
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠে করোনা মহামারির কারণে দুই বছর বিরতির পর এবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এলাকার বাসিন্দারা খেলার মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি।মঙ্গলবার সকাল আটটায় তেঁতুলতলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আগেই মাঠটি প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থানীয়রাসহ ঈদ জামাতে যোগ দিয়েছেন আশ-পাশের বাসিন্দারাও।এলাকাবাসীর পক্ষে ওই ঈদের জামাতের আয়োজন করছেন উত্তর ধানমন্ডি মসজিদ কমিটি। মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সফি উল্লাহ ঈদের নামাজে ইমামতি করেন।নামাজ আদায় শেষে মুসল্লিরা প্রথা অনুযায়ী একে-অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেছেন। নিজেদের আলোচনায় বার বার উঠে এসেছে মাঠ ফিরে পাওয়ার বিষয়টি। এমন ঈদ উপহারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তারা।স্থানীয় বাসিন্দা মাহমুদুর রহমান বলেন, আমরা খুশি ঈদের নামাজ এখানে পড়তে পেরেছি। আমরা আশা করিনি যে আমরা এখানে আর নামাজ পড়তে পারব।তিনি বলেন, জামাতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয় যা স্থান স্বল্পতার কারণে রাস্তায় পৌঁছেছিল।তেঁতুলতলা মাঠে থানা নির্মাণের প্রতিবাদে সম্প্রতি পুলিশের হাতে আটক হয়েছিলেন সৈয়দা রত্না। তিনি জানান, সবাই এখানে ঈদের নামাজ পড়তে পারায় অত্যন্ত খুশি।তেঁতুলতলা মাঠ রক্ষার দাবিতে অনেক দিন ধরে আন্দোলন চলছিল। এর মধ্যে গত ২৪ এপ্রিল মাঠটি রক্ষার দাবিতে আন্দোলনকারী সৈয়দা রত্না ও তাঁর কিশোর ছেলেকে পুলিশ ধরে নিয়ে ১৩ ঘণ্টা কলাবাগান থানায় আটকে রাখে। পরে প্রতিবাদের মুখে মধ্যরাতে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর আন্দোলনকারীরা মাঠ রক্ষায় আরও সোচ্চার হন। আন্দোলনের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গত ২৮ এপ্রিল জানান, তেঁতুলতলা মাঠে আর কোনো নির্মাণকাজ হবে না। জায়গাটি যেভাবে ছিল, সেভাবেই থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর পর থেকে শিশুরা আবার মাঠে খেলা শুরু করে।

আরও খবর

🔝