gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কক্সবাজারে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
প্রকাশ : মঙ্গলবার, ৩ মে , ২০২২, ০৫:৩০:৫০ পিএম
কক্সবাজার প্রতিনিধি:
1651577478.jpg
করোনা সংকটের দুই বছর পরে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে কক্সবাজারে পালিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।মঙ্গলবার সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসনের সহযোগিতায় ও পৌরসভায় ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা মাহমুদুল হক।এ জামাতে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, পৌর প্যানেল মেয়র মাহবুবুর রহমানসহ প্রায় ২০ হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করেন।পরে দেশবাসীর নিরাময় এবং শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বায়তুশ শরফ মসজিদে সকাল পৌনে নয়টায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল ফিতরের নামাজ।

আরও খবর

🔝