gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সৌদির সঙ্গে মিল রেখে মোংলায় ঈদ উদযাপন
প্রকাশ : সোমবার, ২ মে , ২০২২, ০১:১৩:৫০ পিএম
বাগেরহাট প্রতিনিধি: :
1651477307.jpg
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাটসহ কয়েকটি এলাকায় ঈদ উদযাপন হচ্ছে।  সোমবার (২ মে) সকাল ৮টার দিকে চটেরহাট বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা আ. রহমান এ জামাতের ইমামতি করেন।মসজিদে নামাজের আগেই একে অপরের সঙ্গে কোলাকুলি ও নামাজ শেষে মিষ্টি মুখ করেন তারা। ঈদ উপলক্ষ্যে একে অন্যের বাড়িতে যাচ্ছেন শুভেচ্ছা বিনিময়ের জন্য। সৌদি আরবের সঙ্গে মিল রেখেই দীর্ঘ ১০ বছর ধরে চটেরহাটে ঈদ উদযাপন করে আসছেন তারা।চটেরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আ. রহমান বলেন, ইমাম আবু হানিফার মতাদর্শে বিশ্বের যে কোনো দেশের আকাশে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করতে হবে। ১২০০-১৩০০ বছর আগে চাঁদ দেখার খবর পেতে দেরি হওয়াতে একদিন পরে ঈদ হতো। কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগে চাঁদ ওঠার খবর মুহূর্তে জানা যাচ্ছে। তাই যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপন করা উচিত। তাই দীর্ঘদিন ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করি। 

আরও খবর

🔝