gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সাঈদীর মুক্তির দাবিতে শিবিরের পোস্টারিং
প্রকাশ : বুধবার, ২৭ এপ্রিল , ২০২২, ০৭:২৮:২০ পিএম
কাগজ ডেস্ক:
1651066118.jpg
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীসহ অন্যান্য জামায়াত নেতাদের মুক্তির দাবিতে সাভারে পোস্টারিং করেছে ইসলামী ছাত্রশিবির। ঢাকা-আরিচা মহাসড়কের ডিভাইডার ও বিভিন্ন পাড়া-মহল্লার দেয়ালে সাঁটানো হয়েছে সেসব পোস্টার। সরেজমিনে দেখা গেছে, ‘মাহে রমজানের ডাক’ শিরোনামের এই পোস্টারে সাঈদীসহ অন্যান্য জামায়াত নেতাদের কারামুক্তিসহ জামায়াতের নানা দাবি-দাওয়া ও নানা আহ্বান জানানো হয়েছে। সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি, শিমুলতলা, আমতলী, ছায়াবীথিসহ বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে ও গলির মুখের দেয়ালে এই পোস্টার দেখা গেছে। তবে কে বা কারা কখন এই পোস্টার সাঁটিয়েছেন তা বলতে পারেননি কেউই। স্থানীয়দের ধারণা, গভীর রাতের কোনো এক সময় এগুলো সাঁটানো হয়েছে।হঠাৎ এভাবে শিবিরের অস্তিত্ব জানান দেয়ার বিষয়ে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর বলেন, রমজান মাসেই সাধারণত এই ধরনের উগ্রপন্থী, মৌলবাদী সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। এ বিষয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধ বিরোধী মৌলবাদী সংগঠনকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, বিষয়টি এখনও তার জানা নেই। তবে তিনি দ্রুত এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।

আরও খবর

🔝