gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রাজবাড়ীতে ২৮৬ গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ এপ্রিল , ২০২২, ০৪:১৪:৩৬ পিএম
রাজবাড়ী প্রতিনিধি::
1650968111.jpg
মজিববর্ষ উপলক্ষে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩য় পর্যায়ে প্রথম ধাপে জমিসহ ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার ২৬ এপ্রিল বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনয়াতনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৩য় পর্যায়ে দেশের ৩২হাজার ৯০৪ টি জমিসহ গৃহ প্রদান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজবাড়ী জেলার ৫ টি উপজেলার মধ্যে  তৃতীয় ধাপে আরো ২৮৬ ভূমিহীন-গৃহহীন পরিবার পেলো দুর্যোগ সহনীয় নতুন পাকা ঘর।৩২হাজার ৯০৪ টি ঘরের মধ্যে রাজবাড়ীতে ৩য় পর্যায়ে প্রথম ধাপে ২৮৬টি ঘর হস্তান্তর করা হয়। এরমধ্যে রাজবাড়ী সদরে ৭৫টি, গোয়ালন্দে ৫০টি, পাংশায় ১০০টি, বালিয়াকান্দিতে ৪০টি, কালুখালি ২১টি।রাজবাড়ী সদর উপজেলায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলজ্জামান।এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান  এমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল প্রমুখ।তৃতীয় পর্যায়ে ২য় ও ৩য় ধাপে আরো ৫৮৮টি গৃহহীন পরিবার পাবে জমিসহ ঘর, যা বর্তমানে নির্মাণাধীন রয়েছে।

আরও খবর

🔝