gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নবীনদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য দেশ গঠনে আলোকিত মানুষ হও
প্রকাশ : সোমবার, ২৮ মার্চ , ২০২২, ০৯:৫০:৫০ পিএম
প্রেস বিজ্ঞপ্তি:
1648482671.jpg
নবীন শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, ‘মানুষের কল্যাণে যদি কিছু করতে চাও, সব সময় তোমরা আমাদের পাশে পাবে। যদি তোমাদেরকে কেউ অন্যায়ভাবে ব্যবহার করতে চায়, আমার দরজা তোমাদের জন্য ২৪ ঘণ্টা খোলা’।  সোমবার দুপুরে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে ওরিয়েন্টেশন ও ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন। ২৫ জানুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস হলেও করোনার কারণে গৃহীত কর্মসূচি স্থগিত ছিল। করোনার প্রকোপ কমে যাওয়ায় নবীনদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ও বিশ্ববিদ্যালয় দিবস একসাথে পালন করা হলো। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেনের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ড. মো. তানভীর ইসলাম, ড. সুমন চন্দ্র মোহন্ত, ড. মো. আব্দুল্লাহ আল-মামুন, ড. মো. মেহেদী হাসান, প্রভোস্ট ড. সেলিনা আক্তার, ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ড. শিরিন নিগার, সহকারী প্রক্টর মো. আব্দুস সালাম, যবিপ্রবির যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির আহ্বায়ক ড. মৌমিতা চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাস, পরীক্ষা নিয়ন্ত্রক মোহা. আমিনুল হক, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল বক্তৃতা করেন। আলোচনা সভা পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক এস এম সামিউল আলম। এর আগে সকাল ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ওরিয়েন্টেশন ও বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমন্ত্রিত শিল্পী এবং জনপ্রিয় ব্যান্ড চিরকুটের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কনসার্ট। বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।

আরও খবর

🔝