gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সিএমএসএমই উদ্যোক্তাদের মাসব্যাপী কর্মশালা সম্পন্ন
প্রকাশ : সোমবার, ২৮ মার্চ , ২০২২, ০৮:২৮:১৭ পিএম
প্রেস বিজ্ঞপ্তি:
1648477822.jpg
বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ব্র্যাক ব্যাংক কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে।২৭ মার্চ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন উদ্যোক্তার কাছে সনদ হস্তান্তর করেন। বাংলাদেশ ব্যাংকের প্রধান প্রকল্প সমন্বয়কারী, এসইআইপি প্রোজেক্ট ও উপমহাব্যবস্থাপক, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট মোহাম্মদ আরিফুজ্জামান, এসএমই অ্যান্ড    স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ জাহিদ ইকবাল এবং ব্র্যাক ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস আখতার উদ্দিন মাহমুদ, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট আহমেদ রশীদ জয়, হেড অব ইমার্জিং কর্পোরেট ইন্দ্রজীত সুর, হেড অব স্মল বিজনেস, ওয়েস্ট নজরুল ইসলাম, হেড অব স্মল বিজনেস, ইস্ট এস.এম আলমগীর হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও খবর

🔝