gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শার্শার উলাশীতে বিএনপির আট নেতাকর্মীকে হাতুড়িপেটা
প্রকাশ : সোমবার, ২৮ মার্চ , ২০২২, ০৮:০৯:২১ পিএম
শার্শা (যশোর) প্রতিনিধি :
1648476704.jpg
যশোরের শার্শার উলাশীতে মিলন বাহিনীর সন্ত্রাসীরা বিএনপির আট নেতাকর্মীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে। সোমবার বেলা সাড়ে ১১ টার সময় উলাশী বাজারে এ ঘটনা ঘটে। আহতদের শার্শা উপজেলা ও যশোরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ধলদা গ্রামের আমিনুর রহমান নেদা (৬০), উলাশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বর সম্বন্ধকাঠি গ্রামের  কদর আলী (৬৭), উলাশী ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য কাঠুরিয়া গ্রামের আতাউর রহমান মতি (৫৭), বড়বাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন আশা (৫৫), যুবদল নেতা পানবুড়ি গ্রামের আব্দুল হাই (৫০), বিএনপি নেতা মৎস ব্যবসায়ী কাঠুরিয়া গ্রামের আব্দুল জলিল (৫৫) ও কৃষক আলম শাহ (৫৫)। আহতদের মধ্যে আমিনুর রহমান নেদার অবস্থা আশঙ্কাজনক। আহত কদর আলীর বাম হাত ভেঙে গেছে। খবর শুনে তাৎক্ষণিক উলাশী বাজারে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান জানান, সোমবার বেলা ১১ টার সময় উলাশী বাজারে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে সভা ছিল। উলাশী বাজারে মিটিং করলে বোমা মারা এবং মারপিট করা হবে বলে স্থানীয় কতিপয় ব্যক্তি হুমকি দেয়ার পর তা পণ্ড হয়ে যায়। বিএনপি নেতারা অভিযোগ করেন, কোনো কিছু বুঝার আগেই উলাশীর সাবেক মেম্বার তরিকুল ইসলাম মিলনের সহযোগী সন্ত্রাসী উলাশীর শরিফুল ইসলাম  পিপুলের ছেলে ভাইপো আশিক, আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল আলিম, সাদেকের ভাগ্নে নাককাটি আসাদুল, মৃত শহিদ মেম্বারের ছেলে রাহুল, কাঠুরিয়া গ্রামের হাসান, সম্বন্ধকাটি গ্রামের মৃত আলেকের ছেলে শামীম হোসেন, খিতিস সরকারের ছেলে এন্টনি সরকার, আশিকুলসহ ১০-১২ জন সন্ত্রাসী হাতুড়ি ও লোহার রড দিয়ে বিএনপি নেতাদের পিটিয়ে জখম করে। এ ঘটনার পর উলাশী বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে নতুন করে সংঘর্ষ বাধতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

🔝