gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নওগাঁয় প্রথমবারের মতো সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
প্রকাশ : রবিবার, ২৭ মার্চ , ২০২২, ০৫:২৪:০১ পিএম
মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি ::
1648380266.jpg
নওগাঁয় প্রথমবারের মতো সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (বিশেষ ধাপ-১ম) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে এ কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম গ্রহণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতিসহ অত্র রেঞ্জ পরিচালক ও জেলা কমান্ড্যান্ট গণ। এসময় প্রধান অতিথি কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন শেষে কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। উক্ত প্রশিক্ষণে ২২২জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে এ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহন করেন। 

আরও খবর

🔝