gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পার্বতীপুরে খনির সন্ধানে জিএসবি
প্রকাশ : বুধবার, ২৩ মার্চ , ২০২২, ০৩:০৬:৩৪ পিএম
দিনাজপুর সংবাদদাতা: :
1648026425.jpg
দিনাজপুরের পার্বতীপুরে নতুন খনির অবস্থান নিশ্চিত হতে সম্ভাব্যতা ও যাচাই কার্যক্রম শুরুর প্রক্রিয়া শুরু করেছেন বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) কর্মকর্তারা।দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৭নং মোস্তফাপুর ইউনিয়নের কুতুবপুর মৌজার সম্ভাব্য খনিতে এই কার্যক্রম শুরু করা হয়।কুতুবপুর চেয়ারম্যান পাড়া গ্রামের আকতার, হবিবর রহমান হবি এবং কানছিয়া মণ্ডলের জমিতে এই ড্রিলিং কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী ছাউনি, তার দিয়ে বেড়া ও আনুসাঙ্গিক স্থাপনা তৈরি করা হয়েছে। ওই ব্র্যাককে সংরক্ষিত এলাকা হিসাবে সাইনবোর্ড দেওয়া হয়েছে।  সম্ভাব্য খনি এলাকায় উপস্থিত ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি) কোনো কর্মকর্তা এই খনির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন খনির খোঁজ পাওয়ার পর প্রয়োজনীয় যন্ত্রাংশ দিয়ে সম্পদের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম পরিচালনা করছেন জিএসবি কর্মকর্তারা। ভূ-গর্ভের অভ্যন্তরে সম্পদের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কূপ খননের প্রস্তুতি শুরু করেছে দফতরের একটি অনুসন্ধানী দল। প্রথম তিন মাস কূপ খনন করে চালানো হবে খনিজ সম্পদের অনুসন্ধান কাজ। আর তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেখানে। এখানে লোহার কাঁচামাল আকরিক পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। লোহার কাঁচামাল আকরিকের পুরুত্ব অনেক বেশি। তাই লোহার সঙ্গে তামাসহ অন্যান্য মূল্যবান সম্পদ পাওয়ার আশাও করছেন তারা। চলতি মাসের শেষ সপ্তাহের যে কোনো দিন কূপ খনন কাজ উদ্বোধনের আশা করছেন জিএসবি’র সংশ্লিষ্টরা।খনন কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত নাম জানাতে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, জিএসবি’র ডিজি এই কূপ খনন কাজ উদ্বোধন করবেন। তবে এর আগে এ বিষয়ে কোনো কিছু না জানানোর নির্দেশনা আছে। চিঠিতে কুতুবপুর এলাকায় জিডিএইচ-৭৭২০২২ কূপ খনন কার্যক্রমে বহিরাঙ্গনে অবস্থানকালীন সময়ে কর্মকর্তাদের আনুষঙ্গিক সহায়তা, নিরাপত্তা, তথ্য ও উপাত্ত সরবরাহ, যাতায়াত, পথ প্রদর্শন প্রদানে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকারের প্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে। এই চিঠি পুলিশ সুপার, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পার্বতীপুর থানা ও স্থানীয় চেয়ারম্যানকে দেওয়া হয়েছে।  দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল এবং উপজেলার ৭নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান প্রামানিক কূপ খননের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে ২০২১ সালের ২ এপ্রিল পাশ্ববর্তী উপজেলার চিরিরবন্দর উপজেলার চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়ন কেশবপুর মৌজায় একটি খনির সন্ধানে ড্রিলিং (খনন) কার্যক্রম শুরু করা হয়। পরে প্রায় একমাস কার্যক্রম শেষে তা সমাপ্ত করে চলে যান ভূতত্বের কর্মকর্তারা।  এছাড়াও ২০০১ সালে পার্শ্ববর্তী উপজেলার পার্বতীপুরের আমবাড়ীতে তামার খনি পাওয়ার আশায় কূপ খনন করা হয়েছিল।

আরও খবর

🔝