gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রাণীনগরে ট্রাক্টর উল্টে নিহত ১ আহত-২
প্রকাশ : মঙ্গলবার, ২২ মার্চ , ২০২২, ০৫:৫১:২১ পিএম
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) ::
1647949911.jpeg
নওগাঁর রাণীনগরে রড বোঝাই ট্রাক্টর উল্টে খাদের নিচে পরে মসলেম উদ্দীন (৬২) নামে একজন নিহত হয়েছেন। এসময় গাড়ীর চালক ও হেলপার আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত মসলেম উদ্দীন বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নাথপুর গ্রামের তমছের আলীর ছেলে। নিহত মসলেম উদ্দীনের শ্যালোক শাহাদত হোসেন সায়েম বলেন,নাটোর এলাকায় একটি ব্রীজ নির্মানের জন্য এদিন দুপুরে সান্তাহার থেকে ট্রাক্টর বোঝাই করে রড নিয়ে যাচ্ছিলেন মসলেম উদ্দীন। এসময় মহাসড়কের বড়বড়িয়া এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে খাদের নিচে পরে যায়। খবর পেয়ে সাথে সাথে রাণীনগর থানাপুলিশ এবং আত্রাই ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে যৌথ অভিযান চালিয়ে ট্রাক্টরের নিচ থেকে মৃত অবস্থায় মসলেম উদ্দীনকে উদ্ধার করে। এ ঘটনায় গাড়ীর চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মসলেম উদ্দীন ঠিকাদারের ম্যানেজার ছিলেন বলে জানিয়েছেন তিনি। রাণীনগর থানার ওসি  শাহিন আকন্দ জানান,ততক্ষণাত আহতদের নাম,ঠিকানা জানা যায়নি। নিহত মসলেম উদ্দীনে পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

🔝