gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ মার্চ , ২০২২, ০৬:০৫:১৭ পিএম
ঢাকা অফিস::
1647518732.jpg
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সব স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।আজ থেকে ৩১শে মার্চ পর্যন্ত  করোনার বিশেষ টিকাদান কার্যক্রম চলবে।এ কার্যক্রমের আওতায় সব স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় সারাদেশে তিন কোটির বেশিই জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১২ বছরের বেশি যেসব ব্যক্তির প্রথম টিকা নেয়ার ২৮ দিন অতিবাহিত হয়েছে তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেয়া হবে।যেসব ব্যক্তি প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের দুই মাসের ব্যবধানে দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে হবে।গত ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি একদিনে এক কোটি প্রথম ডোজের ক্যাম্পেইনে যারা টিকা নিয়েছেন তাদের আজ থেকে ৩০শে মার্চ দ্বিতীয় ডোজের টিকা পূর্বের ক্যাম্পেইন কেন্দ্র থেকে দেয়া যাবে।

আরও খবর

🔝