gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নওগাঁয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ মার্চ , ২০২২, ০৬:৪৬:৫৩ পিএম
নওগাঁ জেলা প্রতিনিধি::
1646916433.jpg
নওগাঁয় “মুজিবর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নওগাঁর সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপণ মহড়া প্রদর্শন ও এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। মহড়ায় বিভিন্ন দুর্যোগকে কিভাবে মোকাবেলা করতে হবে তার বিভিন্ন কৌশল প্রদর্শন করে নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশন। অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এর সভাপতিত্বে ও নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নিলয় রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সফিউল ইসলাম প্রমুখ।

আরও খবর

🔝