gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা

❒ ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের উদ্যোগে

প্রকাশ : রবিবার, ১৬ জানুয়ারি , ২০২২, ০৩:১৫:১২ পিএম
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ::
1642324540.JPG
করোনার প্রাদুর্ভাব রোধে দিনাজপুরের ফুলবাড়ীতে সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণাসহ পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।শুক্রবার ও শনিবার পৌরএলাকার বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণাসহ পথচারি, রিকশা-ভ্যান চালক ও দোকানীদের মাঝে মাস্ক বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের সহসভাপতি মো. মোজাম্মেল হক মঞ্জু, সহসভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান রতন, প্রচার সম্পাদক মো. রুবেল, ক্রীড়া সম্পাদক বিপুল শীল, কার্যকরী সদস্য মো. আশিক, কার্যকরী সদস্য মো. হিরাসহ অন্যান্য সদস্যরা। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান রতন বলেন, করোনার প্রাদুর্ভাব বাড়লেও হাট-বাজারগুলোতে মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা কমে গেছে। করোনা থেকে বাঁচতে পথচারি, রিকশা-ভ্যান চালক ও দোকানীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। একইসাথে করোনা থেকে রেহাই পাওয়ার কৌশল সম্পর্কে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। সবাইকে মাস্ক পরার আহবান জানাচ্ছি।

আরও খবর

🔝