gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
প্রথম দিন পরীক্ষায় ১১ জন অনুপস্থিত : শতভাগ মাস্ক নিশ্চিত

❒ ফুলবাড়ীতে সুষ্ঠুভাবে এসএসসি ও দাখিল পরীক্ষা

প্রকাশ : রবিবার, ১৪ নভেম্বর , ২০২১, ০৩:৪৫:০৩ পিএম
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ::
1636883148.JPG
দিনাজপুরের ফুলবাড়ীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়ছে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা।এবছর উপজেলায় ১ টি মাদ্রাসা কেন্দ্রসহ মাধ্যমিকের ৪ টি কেন্দ্রে ১ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তারমধ্যে গতকাল রবিবার পরীক্ষা প্রথম দিনে ৮৩১ জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ১১ জন পরীক্ষার্থী। কেন্দ্র সচিবরা জানান, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নিবেন। এরমধ্যে প্রথম পরীক্ষায় ১৫৩ জন অংশ নেয়ার কথা থাকলে সেখান দুই পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মোট ১৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৭১৫ জন পরীক্ষার্থী অংশ নিবেন। এরমধ্যে প্রথম পরীক্ষায় ২৯৪ জন অংশ নেয়ার কথা থাকলে সেখান দুই পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মোট ২৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪২৩ জন পরীক্ষার্থী অংশ নিবেন। এরমধ্যে প্রথম পরীক্ষায় ১০৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। ফুলবাড়ী দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৪ টি মোট মাদ্রাসার মোট ২৭৮ জন পরীক্ষার্থী অংশ নিবেন। এরমধ্যে প্রথম পরীক্ষায় ২৮৭ জন অংশ নেন। এর মধ্যে ১৯৫ জন কোরআন এবং পদার্থ বিদ্যায় ৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। মোট ২৭৮ নেয়ার কথা থাকলে সেখান সাত পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মোট ২৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল বলেন, স্বাস্থ্যবিধি মেনে চারটি কেন্দ্রে মোট ১ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তারমধ্যে গতকাল রবিবার পরীক্ষা প্রথম দিনে ৮৩১ জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ১১ জন পরীক্ষার্থী।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রথম দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে তদারকি করা হচ্ছে। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। এছাড়াও প্রতিটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। #

আরও খবর

🔝