gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রামেক হাসপাতালে আরও দুজনের মৃত্যু
প্রকাশ : রবিবার, ১৪ নভেম্বর , ২০২১, ০৩:৪০:২০ পিএম
রাজশাহী ব্যুরো ::
1636882849.jpg
গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছে।রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চাপাইনবাবগঞ্জের একজন এবং করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর একজন মারা গেছেন। তাদের দুজনের বয়স ৫৫ থেকে ৬৫ বছরর মধ্যে ছিল।পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন তিনজন। হাসপাতাল ছেড়ে গেছেন ১১ জন। করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ২৫ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন তিনজন।তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৩৫ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হয়নি। তবে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮০ জনের নমুনা পরীক্ষায় দুজন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৩ শতাংশ।

আরও খবর

🔝