gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে শ্যামাপূজা উদযাপিত
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ নভেম্বর , ২০২১, ০৮:৩৪:৫১ পিএম
কাগজ সংবাদ :
1636036532.jpg
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বৃহস্পতিবার সনাতন ধর্মবিশ্বাসীরা উদযাপন করেছেন শ্যামা পূজা ও দীপাবলি। দেবী চরণে শ্রদ্ধা আর পুষ্পাঞ্জলি প্রদানের পাশাপাশি অজ্ঞতা ও নিরাশার অন্ধকারকে দূরীভূত করতে গত রাতে ঘরে ঘরে প্রদীপ প্রজ্বালন করা হয়। দীপাবলি সনাতন ধর্মবিশ্বাসীদের ধর্মীয় উৎসব হলেও এর আলোকের পুণ্যশিখার ব্যাপ্তি শুধু মাত্র তাদের ঘরেই আটকে থাকে না। আলোকোৎসবের ছটায় প্রত্যেক মানব হৃদয় মেতে ওঠে। সারাদেশের মতো যশোরেও গত রাতে দিওয়ালির সন্ধ্যায় প্রতিটি বাড়ির চারদিক ঘিরে সারি সারি মাটির প্রদীপ জ্বালিয়ে  অন্ধকার ও অশুভ বিদায় করে ধনলক্ষ্মী দেবীকে আবাহন করা হয়। এছাড়াও স্বর্গীয় আত্মার উদ্দেশ্যেও দেয়া হয়েছে বাতি। শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেছেন অনেকে।গত কয়েক বছর ধরে যশোরে বিশেষ সাড়ম্বরে শ্যামা বা কালীপূজা উদযাপন হয়। মূল পূজা একদিন হলেও বিভিন্ন মন্দির মন্ডবে আনুষ্ঠানিকতা চলে তিন চারদিন। তবে এ বছর সেই উৎসব আমেজের আনুষ্ঠানিকতা ছিলোনা। ধর্মীয় রীতি মেনে শুধুমাত্র পূজা আয়োজন করা হয় সকল মন্দির মণ্ডপে। মূলত গভীর রাতে পূজা শুরু হলেও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের সকল মন্দিরে এক যোগে সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখে কালো কাপড় বেঁধে এবং কালো ব্যাজ ধারণ করে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে নিজেদের নীরব প্রতিবাদ জানান দেন মন্দির কমিটিসহ সনাতন ধর্মবিশ্বাসীরা। সন্ধ্যায় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নীলগঞ্জ মহাশ্মশান পূজা মন্দিরে এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। অনুরূপ কর্মসূচি পালন করে পশ্চিম বারান্দি নাথপাড়া পূজা মন্দির কমিটি।  এদিকে, দীপাবলিতে অজ্ঞতা ও নিরাশার অন্ধকারকে দূরীভূত করতে এবং সাম্প্রদায়িক হানাহানি ভুলে সম্প্রীতির আলোয় উদ্ভাসিত হতে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করে আলোক উৎসব  করেছে সনাতন বিদ্যার্থী সংসদ যশোর সরকারি এমএম কলেজ শাখা। বৃহস্পতিবার শুরু হওয়া ধর্মীয় এ রীতি ও আচারের সমাপ্তি ঘটবে শনিবার ভ্রাতৃদ্বিতীয়ায় ভাই ফোটার মাধ্যমে।  এদিকে, দুর্গাপূজায় দেশের বিভিন্ন পূজা মন্ডপে হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামাপূজায় বিভিন্ন মন্দিরের সামনে কালোব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের নীলগঞ্জ মহাশ্মশান পূজা মন্দির কমিটির সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু, সহসভাপতি দীপক রায়, কার্তিক কুন্ডু, সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ মৃনাল কান্তি দে প্রমুখ। এছাড়াও যশোরের বিভিন্ন মন্দির এ কর্মসূচি পালিত হয়।  

আরও খবর

🔝