gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রাজশাহীর ঠিকাদার টোটনের বাড়িতে সিআইডির অভিযান

❒ মন্ত্রণালয়ের নথি গায়েব:

প্রকাশ : মঙ্গলবার, ২ নভেম্বর , ২০২১, ০৪:০৯:৫১ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো::
1635847817.jpg
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি গুরুপূর্ণ নথি গায়েবের ঘটনায় সারা দেশের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সরাঞ্জমাদি সরবরাহের রাজশাহীর ঠিকাদার নাসিমুল ইসলাম গণি টোটনকে নগরীর কেসবপুর এলাকার তার নিজ আলিশান বাড়িতে অভিযান চালান সিআইডি। পরে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ অভিযান চালান তাঁরা। এসময় রাজশাহীর সিআইডি কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। তবে বিষয়টি নিয়ে কেউ মুখ খোলেনি।একাধিক সূত্রে জানা যায়, রাজশাহী মেডিক্যাল কলেজে ডেন্টাল চেয়ার, বইসহ বিভিন্ন সরাঞ্জমাদি সরবরাহের নামে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ ওঠে।এছাড়াও সম্প্রতি ঢাকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রাজশাহী হাসপাতালের পাঠানো টেন্ডারের ফাইল গায়েবের ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে সিআইডি রাতে ঠিকাদার নাসিমুল গনি টোটনের বাড়িতে অভিযান চালায়।গোয়েন্দা সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই বাসায় অভিযান চালানো হয়। এসময় সিআইডি কাউকে ওই বাড়িতে ঢুকতে ও বের হতে দেয়নি। তার বাড়িতে তল্লাশিও চালানো হয়। রাত সাড়ে ১০টায় সিআইডি সদস্যরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি রাজশাহীর বিশেষ পুলিশ সুপার আব্দুল জলিল।তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি গুরুত্বপূর্ণ ফাইল গায়েবের ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য টোটনকে সিআইডির ঢাকা হেড কোয়ার্টারে নেওয়া হয়েছে। তাকে এখনও গ্রেফতার বা আটক দেখানো হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

আরও খবর

🔝