gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মুবালিই সব খ্যায় কইরে দেলে!
প্রকাশ : রবিবার, ৩১ অক্টোবর , ২০২১, ০৯:৩৩:২১ পিএম
:
1633708395.jpg
এক বিটা তার বউ’র সাতে বাদায়েচে গন্ডগোল। বিষয়ডা হচ্চে রান্না নিয়ে। অভিযোগ হচ্চে তার বউ সারাদিন মুবালি ফেসবুক চালায়। কোনদিক তার হুস জ্ঞান থাকে না। আইজকে বউ যে ডাইল রাইন্দেচে তাতে না আচে লবন, না আচে হলদি, না আচে ঝাল, না আচে মসলা। রাইগে মাইগে একাকার হইয়ে সে তার বউ’রে সুমানে গ্যাঙায় কচ্চে, এত কইরে কয় অন্তত রান্দার সুমায় হাতেত্তে মুবালডা উলাও। কিডা শোনে কার কতা। যা রান্দিচাও তা কোন সুস্ত মানুস মুকি দিতি পারে! ন্যাও এট্টু খাইয়ে দ্যাকো দিনি। এই কতা শুইনে তার বউ’র তো মিজাজ খাররা। বরের চাইতেও ডবল গলা চড়ায় কচ্চে, দ্যাকো এক বুড়ি আরাক বুড়িয়ে দাদী কচ্চে। আমারে জ্ঞান দিতি আসতিচাও, আগে নিজি শুদরায় নেও, তারপর জ্ঞান দিয়েনে। এই শুইনে বিটাডার গেচে মটকা গরম হইয়ে, কচ্চে কি কতি চাও খোলাসা কইরে কও। বিটিডা কচ্চে এট্টু আগে আমারে যে কচ্চিলে হাতেত্তে মুবাল উলায়ে রান্না কত্তি। কেন খাওয়ার সুমায় তো অন্তুত তুমি মুবালডা নামায় থুইয়ে খাতি পারো না। মুবালি নেট চালাতি চালাতি ডাইল ভাইবে পানির গিলাসে রুটি ভিজোয় খাচ্চাও, আবার আমারে জ্ঞান দিচ্চিও ডালি তেল লবন ঝাল হয়নি। এই কতা শুইনে বিটাডা তাগায় দেকে সত্যি তো। ডালির বাটি পাশে পইড়ে রইয়েচে, আর মুবাল চালাতি চালাতি খাওয়ার পানির গিলাসের মদ্দি রুটি বুড়োয় দিয়ে খাচ্চিল।একন পেত্তেক বাড়িতি এই সমিস্যা। একজাগায় চারজন বইসে থাকলিও হাতে যদি চারজনের চাড্ডে মুবাল থাকে, তেবে কারো দিকি খিয়াল দিয়ার কারোর সুমায় নেই। স¹লি ব্যস্ত মুবালি টিপাটিপিতি। ঘরে বাইরি রাস্তা ঘাটে সব জাগায় এই মুবাল টিপার দৃশ্য। রাস্তাঘাটে একসিডেন কইরে মানুস মইরে যাচ্চে, তবু হাতের মুবালতে চোক ফিরোনোর কোন নাম গন্দ নেই। আগে একজন আরাকজনের জন্যি অপেক্ষা কইত্তো একসাতে খাওয়ার জন্যি, বেড়ানোর জন্যি, ভালোমন্দ দুডো কতা কওয়ার জন্যি। কিন্তুক একন দেকা সাক্কেত যা হওয়ার তা ফেসবুকি। কেউ কারোর ধার ধারার সুমায় নেই। কি বুড়ো কি ছুড়ো কি গুড়ো সবাই একন মাইতে আচে টাচ মুবালি। কেউ ফেসবুক, কেউ ইউটুব, কেউ টিকটিক নিয়ে। কেউ মইরে গেলি একন আর কান্দা লাগে না, কান্দার চিন্ন দিয়ে দিলিই জালা জুড়োয় যাচ্চে। এই মুবাল চালানের কচনে আমাগের মদ্দি যে সুমাজিক বন্দন ছিলো তা আর থাকপে বিলে মনে হচ্চে না। আলাম কনে, মলাম যে !ইতি- অভাগা আক্কেল চাচা০১৭২৮৮৭১০০৩

আরও খবর

🔝