gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশ : রাঙ্গাবালীতে একজন গ্রেফতার
প্রকাশ : শনিবার, ২৩ অক্টোবর , ২০২১, ০৪:৩৬:১৪ পিএম
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি ::
1634985395.JPG
 প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মহিউদ্দিন বয়াতী(৩০) নামের এক মটর সাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার থেকে তাকে আটক করে চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে শনিবার সকালে রাঙ্গাবালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিয়ে আদালতে পাঠানো হয়। গ্রেফতার মহিউদ্দিন বয়াতী উত্তর চরমোন্তাজ গ্রামের হালিম বয়াতীর ছেলে।রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, টিকটকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে নিজের ফেসবুকে প্রকাশ করে মহিউদ্দিন। মূহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পরে। স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতারা পুলিশকে বিষয়টি অবগত করলে শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করে চরমোন্তাজ তদন্তকেন্দ্রে নেয়া হয়। পরে শনিবার সকালে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

🔝