gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
৪ ও ৫ নম্বর ওয়ার্ডে শোক দিবসের আলোচনা
প্রকাশ : বুধবার, ১৮ আগস্ট , ২০২১, ০৯:৪৪:৫৫ পিএম
কাগজ সংবাদ:
1629301522.jpg
জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা ও খাবার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে যশোর শহরের পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর- ৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন মিঠুর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য শেখ জাহিদুর রহমান লাবু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহসভাপতি জবেদ উদ্দিন প্রমুখ।আলাচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি কাজী নাবিল আহমেদ বলেন, যে নেতার জন্ম না হলে পেতাম না লাল সবুজের পতাকা। পারতাম না বাংলা ভাষায় কথা বলতে, সেই নেতাসহ তার পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই মহান নেতাসহ তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কানা করেন তিনি। আলোচনা সভা শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।একইদিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আয়োজনে আলোচনা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। বুধবার বিকেলে শহরের চাঁচড়া ডালমিল মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সেলিম রেজার সভাপতিত্বে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি কাজী নাবিল আহমেদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র হায়দার গনি খান পলাশ। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন মিঠু, সদস্য শেখ জাহিদুর রহমান লাবু, শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও খবর

🔝