gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কেশবপুরে সোহান হত্যা মামলায় পাঁচ আসামির আত্মসমর্পণ
প্রকাশ : বুধবার, ১৮ আগস্ট , ২০২১, ০৯:২৩:১৫ পিএম
কাগজ সংবাদ:
1629300341.jpg
যশোরের কেশবপুরে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি মানবিক সহায়তা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা সারাফাত হোসেন সোহান হত্যা মামলায় পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার তারা আত্মসমর্পণ করে আসামিরা আবেদন জানালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন, কোরবান আলীর ছেলে সোহেল, আব্দুর রশিদের ছেলে রাজু হোসেন, মৃত নজির গাজীর ছেলে আব্দুর রশিদ, মৃত দীন মোহাম্মদের ছেলে রহিম হোসেন রানা ও মৃত হাজির উদ্দিনের ছেলে আমির আলী। আসামিরা প্রত্যেকেই কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।    উল্লেখ্য, গত ৭ মে উপজেলার বালিয়াডাঙ্গা সাইক্লোন সেল্টারে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্রদের মধ্যে ৪শ’৫০ টাকা করে সরকারি সহায়তা বিতরণ চলছিল। এনিয়ে সকাল ১১টার দিকে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় সোহানের চাচা পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ কেশবপুর থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন।সংঘর্ষে আবুল কালাম আজাদের ভাইপো ছাত্রলীগ নেতা সারাফাত হোসেন সোহান চিকিৎসাধীন অবস্থায় ১২ মে রাতে মারা যান। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। 

আরও খবর

🔝