gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শোকাবহ আগস্ট
প্রকাশ : শনিবার, ৭ আগস্ট , ২০২১, ০৯:৪০:০০ পিএম
কাগজ সংবাদ :
1628264418.jpg
জাতির পিতা হত্যার দিন কাছে চলে আসছে। এ সময় প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি থাকছেই। কখনো আওয়ামী লীগ, কখনো ছাত্রলীগ কিংবা যুবলীগ এসব কর্মসূচি পালন করছে। শোকাবহ আগস্টের ৭ম দিন আজ। এদিনও যশোরসহ সারাদেশে থাকছে নানান শোক কর্মসূচি। প্রতিবারের মত এবারও ১৫ আগস্ট স্মরণে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এবারের আগস্টেও মাসব্যাপী কর্মসূচি পালন করছে যশোর জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ। এছাড়াও সমমনা সকল সংগঠন নানান কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন বিদ্যাপীঠ পালন করবে নানা কর্মসূচি। শুধু আগস্টে বঙ্গবন্ধু নন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড ছুঁড়ে হত্যার অপচেষ্টা হয়েছিল বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং ৫ শতাধিক নেতা-কর্মী আহত হন।শোকের মাস আগস্টের শোকাবহ পরিবেশ বাঙালি কখনো ভুলবে না।

আরও খবর

🔝