gramerkagoj
সোমবার ● ২০ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
প্রকাশ : বুধবার, ৮ মে , ২০২৪, ১০:৩৯:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-05-08_663baaf53e407.jpg

যশোরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামি জিন্নাত আলী বেনাপোলের স্বরবাংহুদা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২০ নভেম্বর রাত আটটার পর বিজিবি সদস্যদের কাছে খবর আসে মাদক ব্যবসায়ী জিন্নাত আলী তার বাড়িতে ফেনসিডিল মজুত করে রেখেছেন। তাৎক্ষণিক বিজিবির একটি টিম সেখানে অভিযান চালায়। কিন্তু বিজিবি আসার আগেই পালিয়ে যান জিন্নাত আলী। বিজিবি এসে পুরো বাড়ি ঘিরে ফেলে। কিন্তু তাকে পাননি তারা। পরে তার বাড়ির বারান্দায় একটি সাদা বস্তা দেখতে পান। ওই বস্তা থেকে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সুবেদার কাজী আবু তাহের বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৮ ডিসেম্বর এসআই রোকনুজ্জামান জিন্নাতকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বুধবার মামলার রায় ঘোষণার দিনে বিচারক অভিযোগ প্রমাণিত হওয়া জিন্নাত আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। জিন্নাত পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরও খবর

🔝