gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ঝিনাইদহে করোনায় ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ জুলাই , ২০২১, ১২:৩০:৩০ পিএম
রাজিব হাসান, ঝিনাইদহ::
1625725888.jpg
ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন ও  উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। ৪৬৮ টি নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।  আক্রান্তের হার ৩০.৭৬ %। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৩২০ জনে। মোট মৃত্যু হয়েছে ১১৮ জনের। করোনা ইউনিটে ভর্তি আছেন ৮৯ জন।ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বে„গম জানান, বুধ থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪৬৮ টি নমুনার মধ্যে ১৪৪ জন শনাক্ত হয়েছেন। বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে কোভিড হাসপাতালে তিনজন ও লক্ষণ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।  বর্তমানে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৯ জন রোগী।  আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৪ জন, শৈলকুপাতে ২০ জন, হরিণাকুন্ডুতে ৭ জন, কালীগঞ্জে ৩০ জন, কোটচাঁদপুরে ১৮ জন ও মহেশপুরে ১৫ জন রয়েছেন। তিনি আরও জানান, মরদেহ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে দাফন করা হবে।

আরও খবর

🔝