gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দুই দিন হল পানি নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
প্রকাশ : বুধবার, ২ জুন , ২০২১, ০৫:৫৯:০০ পিএম
রাজবাড়ী প্রতিনিধি::
1622638099.jpg
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির একমাত্র পাম্পটি বিকল হওয়ায় গত ২ দিন ধরে পানি নেই পুরো হাসপাতাল ও স্টাফ কোয়ার্টারে। যে কারণে হাসপাতালে ভর্তি থাকা রোগী, তাদের স্বজন ও কোয়ার্টারে বসবাসরত স্টাফদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে হাসপাতালের অভ্যন্তরে একটি বাদে সবগুলো টিউবয়েল দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে থাকলেও সচলের নেই কোন উদ্যোগ। সচল থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি টিউবয়েলই এখন একমাত্র ভরসা। সেখান থেকেই পানি নিচ্ছেন রোগীর স্বজন, কোয়ার্টারে বাসিন্দারা। এদিকে পানির অভাবে শোচাগারগুলো নোংরা পরিবেশ ও দুগর্ন্ধ ছড়াচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালে ২৫ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের বাসিন্দা আবুল কাসেম বলেন, সাবান পানি দিয়ে হাত ধুয়ে হাসপাতালে প্রবেশের নিয়ম থাকলেও পানির অভাবে হাত না ধুয়েই হাসপাতালে যেতে হলো। এবিষয়ে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার বলেন, হাসপাতালের পাম্প নষ্ট হওয়ার সাথে সাথে মেকানিক এনে ফরিদপুরে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে আজ মঙ্গলবার রাতের মধ্যেই তা স্থাপন করা সম্ভব হবে। এছাড়াও বিকল্প হিসেবে আরো একটি পাম্প বসানোর পরিকল্পনা করা হচ্ছে। 

আরও খবর

🔝