gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মণিরামপুরে ছিনতাই মামলায় একজনের জবানবন্দি
প্রকাশ : সোমবার, ৩১ মে , ২০২১, ০৯:১২:৩৮ পিএম
কাগজ সংবাদ:
1622474014.jpg
যশোরের মণিরামপুরে একটি ইজিবাইক ছিনতাই মামলায় আটক কবির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কবির হোসেন মণিরামপুরের লাউড়ি গ্রামের আক্কাস আলীর ছেলে। পরিকল্পিতভাবে তারা ইজিবাইক ভাড়া নিয়ে ছিনতাই করেছিল বলে জানিয়েছে। এ ঘটনার সাথে তারা চারজন জড়িত বলে জানায় কবির। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক আসামির এ জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। কবির জানিয়েছে, সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। কাজের সূত্র ধরে বিল্লালের সাথে তার পরিচয়। গত ১০ মে বিল্লাল তাকে ফোন করে রাজগঞ্জ বাজারে দেখা করতে বলে। বিকেলে রাজগঞ্জ গিয়ে দেখে বিল্লাল তার দু’ বন্ধুকে সাথে নিয়ে এসেছে। এরপর দেড়শ’ টাকায় একটি ইজিবাইক ভাড়া করে তারা। বিভিন্ন স্থানে ঘুরে সন্ধ্যার পরে খালিয়া ব্রিজের ওপারে ফাঁকা মাঠে নিয়ে বাইক চালককে নামিয়ে মারপিট ও ছুরি দিয়ে হত্যার ভয় দেখানো হয়। এক পর্যায়ে বাইকচালক মাটিতে পড়ে  গেলে তারা চারজন ইজিবাইক নিয়ে চলে আসে। বাইকচালক তা দেখে চিৎকার দিয়ে দৌড়ে বাইকের কাছে আসলে আশেপাশের লোকজন এসে বিল্লাল ও কমরুলকে ধরে ফেলে। কবির ও তার অপর সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে জবানন্দিতে। এ ঘটনায় আটক দু’জনসহ চারজনকে আসামি করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে সেলিম হোসেন মণিরামপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মুহম্মদ শহীদ তিতুমীর আসামি কবিরকে রোববার আটক ও সোমবার আদালতে সোপর্দ করেন। কবির হোসেন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ওই জবানবন্দি দিয়েছে।

আরও খবর

🔝