gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কোপা আমেরিকা হবে না আর্জেন্টিনায়
প্রকাশ : সোমবার, ৩১ মে , ২০২১, ০৭:১০:৪০ পিএম
ক্রীড়া ডেস্ক: :
1622466681.jpg
দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল) রোববার জানায়, শতবর্ষী এই টুর্নামেন্টের এবারের আসর হচ্ছে না আর্জেন্টিনায়। টুর্নামেন্ট হওয়া নিয়ে শঙ্কা তাতে প্রবল হলো আরও। ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এবার দুই দেশের যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। কিন্তু আসর শুরুর মাত্র ১৩ দিন আগে এখন আর স্বাগতিক নেই কোনো দেশই।কোন পরিস্থিতির কারণে আর্জেন্টিনায় টুর্নামেন্ট হচ্ছে না, তা জানায়নি কনমেবল। তবে আর্জেন্টিনায় কোভিডের সংক্রমণ সম্প্রতি উর্ধ্বমুখী থাকায় একটা শঙ্কা ছিলই।সংক্ষিপ্ত বিবৃতিতে কনমেবল জানায়, তারা অন্যান্য দেশের প্রস্তাব বিবেচনা করছে, যারা টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী এবং শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। সোমবারই সংস্থাটির কর্তারা বৈঠক করবেন করণীয় ঠিক করতে। তবে টুর্নামেন্ট শুরু হতে বাকি রয়েছে দুই সপ্তাহও। এই সময়ের মধ্যে নতুন আয়োজক চূড়ান্ত করে খেলা চালানো কঠিনই।গত ২০ মে কনমেবল জানায়, কলম্বিয়ায় হচ্ছে না এবারের কোপা আমেরিকা। সেখানে গত এপ্রিল থেকে চলতে থাকা সরকারবিরোধী আন্দোলনে দেশজুড়ে অস্থিরতা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেস তখন বলেছিলেন, পুরো আসর একাই আয়োজনে প্রস্তুত তারা।কিন্তু এই মাস থেকেই আর্জেন্টিনায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলেছে। দেশজুড়ে কঠোর লকডাউনও দিতে হয়েছে।

আরও খবর

🔝