gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খানসামায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
প্রকাশ : সোমবার, ১৭ মে , ২০২১, ০৫:৫২:২৪ পিএম
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: :
1621252462.jpg
শস্য ভান্ডার খ্যাত দিনাজপুরের খানসামা উপজেলায় বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৭মে) সকালে টংগুয়া গ্রামে নমুনা শস্য কর্তন করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিন আজমি,উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও কৃষকবৃন্দ। উল্লেখ্য,এবছর উপজেলায় মোট ২৬৭০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়। উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় বলেন, নমুন শস্য কর্তনের মাধ্যমে আমরা উপজেলার মোট উৎপাদন নির্ণয় ও যাচাই করতে পারি কোন জাতের কেমন ফলন হয়েছে। সে অনুযায়ী পরবর্তী বছরে প্রয়োজনীয় পরামর্শ দেই ও সিদ্ধান্ত নেই।

আরও খবর

🔝