gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সিপিএমে ভোট দিলেই হাত কেটে নেয়া হবে : তৃণমূল নেতার হুমকি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল , ২০২১, ০৩:০২:৪৩ পিএম
কাগজ ডেস্ক ::
1618477675.jpg
নির্বাচন কমিশনের আধিকারিকদের সামনেই সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। সিপিএমে ভোট দিলে হাত কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় স্বাভাবিকভাবেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে।প্রতিদিনের মতোই বুধবারও বীরভূমের নানুর বিধানসভার আগত্তর গ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সংযুক্ত মোর্চার বাম প্রার্থী শ্যামলী প্রধান। গ্রামে ঢুকতেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বামপ্রার্থী তৃণমূল পরিচালিত নানুর গ্রাম পঞ্চায়েত সদস্যা জুলি বিবির স্বামী তৃণমূল নেতা নূরমান শেখ তাঁর লোকজনদের নিয়ে শ্যামলী প্রধানকে ঘিরে ফেলে। বলা হয়, “ভোটের সময় ভোট চাইতে চলে এসেছেন।আপনি পাঁচ বছরের বিধায়ক, কোথায় ছিলেন এই পাঁচ বছর? যে রাস্তা দিয়ে আপনি গ্রামে ঢুকলেন প্রচার করতে এটি তৃণমূলের সরকারের করা। আপনি পাঁচ বছর কী করেছেন?” বাধার মুখে পড়ে নূরমান শেখকে বুঝিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেন শ্যামলী। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।এসব অশান্তির মাঝে নাছোড়বান্দা তৃণমূল নেতা হুমকি দেন হাত কেটে নেওয়ার। বলেন, “ভোটের সময় উস্কানি দিতে চলে এসেছেন। এখানে সিপিএমকে কেউ একটাও ভোট দেবে না, যে ভোট দেবে তার হাত কেটে দেবো।” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যা ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। তৃণমূল নেতার আচরণের তীব্র নিন্দা করেছে ওয়াকিবহাল মহল।  সূত্র : সংবাদ প্রতিদিন

আরও খবর

🔝