gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ইসরাইলি গুপ্তচর আটকের দাবি ইরানের
প্রকাশ : মঙ্গলবার, ৬ এপ্রিল , ২০২১, ০৩:৫৯:৩০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক ::
1617703334.jpg
ইসরাইলের একজন গুপ্তচর এবং আরো কয়েক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইরান। এসব ব্যক্তি বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে এসব গুপ্তচরকে আটক করা হয়।সোমবার (৫ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পূর্ব আজারবাইজান প্রদেশের গোয়েন্দা বিভাগের মহাপরিচালক এ তথ্য জানান। তবে, এ প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের কোনো উপস্থিতি নেই বলে তিনি জানান।ইরানের এ কর্মকর্তা গুপ্তচর আটকের কথা বললেও ঠিক কতজনকে আটক করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাননি। এছাড়া, আটক ব্যক্তিরা কোন দেশের নাগরিক তাও জানানো হয়নি।এর আগে ২০২০ সালের আগস্ট মাসে ইরানের গোয়েন্দা বাহিনী বেশ কয়েকজন গুপ্তচরকে আটক করেছিল যাদের সঙ্গে বিদেশী গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে বলে দাবি করে তারা।

আরও খবর

🔝