gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
স্ত্রীকে হত্যায় ২৩ বছর পর জামিন পেলেন নুরুল
প্রকাশ : রবিবার, ৪ এপ্রিল , ২০২১, ০৩:৩৮:১৬ পিএম
ঢাকা অফিস::
1617529496.jpg
নিজ স্ত্রীকে হত্যা মামলায় সাড়ে ২৩ বছর পর জামিন পেলেন সাতক্ষীরার নুরুল ইসলাম। রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ ওই আসামির যাবজ্জীবন সাজার মেয়াদ শেষের দিকে হওয়ায় এমন আদেশ দেন।এর আগে গত বৃহস্পতিবার নুরুল ইসলামের আইনজীবী আপিল বিভাগকে বলেন, এই আসামির যাবজ্জীবন সাজা খাটার মেয়াদ শেষের দিকে হলেও আপিল শুনানি শেষ হয়নি, যা শুনে বিস্মিত আপিল বিভাগ দ্রুত এ আসামির কারাভোগের মেয়াদ জানাতে বলেন।রোববার রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয় এ আসামি ২৩ বছর ৬ মাস সাজা খেটেছেন। ১৯৯৬ সালে সাতক্ষীরার কলারোয়ায় নিজ স্ত্রী জোহরাকে ভাড়া করা খুনি দিয়ে খুন করান নুরুল। পরে মরদেহ ফেলে দেয়া হয় পুকুরে। এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন নুরুল।২০০১ সালে নুরুলকে যাবজ্জীবন সাজা দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এই দম্পতির একটি ছোট সন্তান থাকার কারণে তার মৃত্যুদ- না দিয়ে এই সাজা দেয়া হয়। ২০০৩ সালে হাইকোর্ট নুরুলের যাবজ্জীবন বহাল রাখেন। তবে এ মামলার আপিল বিভাগে সবশেষ কী রায় হয়, তা দেখার বিষয়।

আরও খবর

🔝