gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
৩ মাসে মৃত্যু ৩৮, আহত শতাধিক

❒ কালীগঞ্জের সড়ক এখন মৃত্যুফাঁদ

প্রকাশ : শুক্রবার, ২ এপ্রিল , ২০২১, ০৮:৪৮:১৬ পিএম
টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ):
1617375042.jpg
ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন সংযোগ সড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গত তিন মাসে ঝিনাইদহ-যশোর, কালীগঞ্জ-কোটচাঁদপুর, কালীগঞ্জ-মহেশপুর সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৮ জন এবং আহত হয়েছে শতাধিক মানুষ। কোনোভাবেই সড়কে এ মৃত্যুর মিছিল নিয়ন্ত্রণে আসছে না। দুর্ঘটনার প্রধান কারণ যত্রতত্র গাড়ি পার্কিং, ওভারটেকিং, নছিমন, করিমন, আলমসাধু ও ইজিবাইকের অবাধ চলাচল। স্থানীয়দের দাবি, অবৈধ যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কালীগঞ্জের সংযোগ সড়কগুলোতে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন মাসে এসব সড়কে দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। ৬ জানুয়ারি দুর্ঘটনায় আলমসাধুর চাপায় নিহত হন মহেশপুর পুরন্দরপুর গ্রামের জয়নাল আবেদীন। ১৩ জানুয়ারি শৈলকুপার মদনডাঙ্গায় আলমসাধুর সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়, ১৮ জানুয়ারি হরিণাকুন্ডুর তেলটুপি গ্রামে মাটি টানার গাড়িতে চাপা পড়ে মৃত্যু হয় রবিউল ইসলামের। একইদিন রাতে ঝিনাইদহ শহরের আনসার অফিসের সামনে ট্রাক চাপায় নিহত হন ফাতেমা খাতুন নামে এক হোটেল শ্রমিক। ১৯ জানুয়ারি হরিণাকুন্ডুর বল্টুর মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন নয়ন লস্কার, হামদহ এলাকার ঘোষপাড়ায় ট্রাক চাপায় নিহত হন রিপ্তি বেগম, ২৯ জানুয়ারি সদর উপজেলার মধুপুরে ট্রাক চাপায় নিহত হয় ইমন আহম্মেদ রবিন, ২ ফেব্রুয়ারি শৈলকুপার বড়দা গ্রামে বাস চাপায় নিহত হন আরিফ শেখ, পাঁচ ফেব্রুয়ারি কালীগঞ্জ কৃষি অফিসের সামনে দু’মেটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে থানাপাড়ার আরফান আহম্মেদ রাকিব, ১০ ফেব্রুয়ারি কালীগঞ্জের বারোবাজারে ছয় শিক্ষার্থীসহ ১২ জন যাত্রী নিহত হন।এদিকে ১৭ ফেব্রুয়ারি হরিণাকুন্ডুর কাপাশহাটিয়া বটতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাহুল হোসেন রাতুল, ২৫ ফেব্রুয়ারি কালীগঞ্জের পাতবিলায় দু’মেটরসাইকেল ও বাসের সংঘর্ষে সৌভিক বিশ্বাস, সোহেল হোসেন ও আকরাম হোসেন নিহত হন। একইদিন সুতি গ্রামে চন্দন দাস ইজিবাইক চাপায় নিহত হন। ২৮ ফেব্রুয়ারি সদরের গোয়ালপাড়া বাজারে আব্দুর রাজ্জাক ওরফে টুলু শেখ মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন। ১ মার্চ কালীগঞ্জের নরেন্দ্রপুর গ্রামে লাটাহাম্বার চালানো শিখতে গিয়ে জুলহাস, ১৩ মার্চ কালীগঞ্জের মেক্সি সুপার মার্কেটের সামনে ট্রাকের ধাক্কায় হাসিবুর রহমান, ২৭ মার্চ শৈলকুপার কাঁচেরকোল গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্র্যাকের অডিট অফিসার জিল্লুর রহমান নিহত হন। একইদিন শৈলকুপার লাঙ্গলবাঁধ বাজারে ট্রাকচাপায় সাইফুল ইসলাম লাল মন্ডল, কালীগঞ্জের কেয়াবাগানে ফুটপাতে ট্রাকের চাপায় শিশু আবু হুরাইরা ও কোটচাঁদপুরের চৌগাছা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় হাফেজ ইকতিয়ার নিহত হয়। দুর্ঘটনা নিয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ঝিনাইদহের সাবেক সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মদ আল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর তালিকায় কর্মক্ষম ব্যক্তি ও তরুণদের সংখ্যা বেশি। সড়ক ব্যবস্থাপনার ত্রুটি ও অসচেতনায় ঝিনাইদহে প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ সমস্যা রোধে সচেতনতা ও নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে হবে। ট্রাফিক পরিদর্শক সালাহউদ্দীন জানান, সড়ক মহাসড়কে দুর্ঘনার অন্যতম কারণ হচ্ছে নছিমন, করিমন ও ইজিবাইকসহ অবৈধ যানবাহন। ট্রাফিক বিভাগ চেষ্টা করছে সড়কে শৃঙ্খলা ফেরানোর।

আরও খবর

🔝