gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
করোনা থেকে সুস্থ হলেন ১০ কোটি মানুষ
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মার্চ , ২০২১, ০৪:০৯:৩৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1616495006.jpg
প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে।ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যা অনুযায়ী, সুস্থ রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০ কোটি ২ লাখ সাড়ে ৭১ হাজারে।এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ১২ কোটি ৪২ লাখ ৯৮ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৭ লাখ ৩৫ হাজার ৩২২ জন।গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এই সময়ে নতুন করে ৪ লাখ ৫ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৭ হাজার ৩৮ জন।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে ব্রাজিলে। এই সময়ে দেশটিতে ৫৩ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন। মারা গেছেন আরও ১ হাজার ৫৭০ জন। সংক্রমণ ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও মৃত্যু স্থিতিশীল রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৮ হাজারের মতো শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৬৩৬ জন।দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়া ভারতে সংক্রমণ ৪০ হাজারের ওপরে রয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪০ হাজার সংক্রমিত এবং ১৯৭ জনের মৃত্যু হয়েছে।

আরও খবর

🔝