gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
উদ্ধার হননি কপোতাক্ষে নিখোঁজ ৩ শ্রমিক
প্রকাশ : বুধবার, ১৭ ফেব্রুয়ারি , ২০২১, ০৮:১৯:০০ পিএম
সাতক্ষীরা প্রতিনিধি:
1613571604.jpg
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া লঞ্চঘাটে মাটিবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিককে গত ৩৬ ঘণ্টায়ও উদ্ধার করা যায়নি। সাতক্ষীরা ও খুলনা ফায়ার ব্রিগেডের দু’টি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, ভাটার কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। এসময় আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনওসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কপোতাক্ষ পাড়ে নিখোঁজ শ্রমিকদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে মাটিবাহী নৌকাডুবির এ ঘটনা ঘটে। কপোতাক্ষের পানির তোড়ে নৌকাটি ডুবে যায়। এসময় ১২ শ্রমিকের নয়জন উদ্ধার হলেও নিখোঁজ হন তিন শ্রমিক। এরা হলেন বাবুর আলী, শফিকুল ইসলাম ও আব্দুল আজিজ। তারা নৌকায় মাটি বহন করে আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণের জন্য নিয়ে যাচ্ছিলেন।

আরও খবর

🔝