gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নির্বাচকদের যেতে হচ্ছে বাবলে
প্রকাশ : মঙ্গলবার, ১২ জানুয়ারি , ২০২১, ০৬:০২:১৫ পিএম
ক্রীড়া ডেস্ক::
1610453054.jpg
করোনার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজেরব বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর আবার রয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজও।সে লক্ষ্যে এরই মধ্যে বাংলাদেশে চলে এসেছে ক্যারিবীয় ক্রিকেট দল। এখন তারা রয়েছে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। যা শেষ করে বৃহস্পতিবার থেকে শুরু হবে তাদের মাঠের অনুশীলন। পরে ১৮ তারিখ নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ক্যারিবীয়রা।আগামী ১৪ তারিখ বিকেএসপিতে প্রথম প্রস্তুতি ম্যাচ বাংলাদেশেরও। অনির্বাযভাবেই সেখানে থাকবে জাতীয় দলের নির্বাচকদের উপস্থিতি। যারা থাকবেন টিম ম্যানেজম্যান্টের আশপাশে। ফলে সঙ্গত কারণেই তাদেরকে প্রবেশ করতে হবে হোটেল সোনারগাঁয়ে জাতীয় দলের জন্য করা বায়ো সিকিউর বাবলে (জৈব সুরক্ষা বলয়)।মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আরও খবর

🔝