gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মোরেলগঞ্জে আমনের বাম্পার ফলন : বাজার দরে খুশি কৃষক
প্রকাশ : শুক্রবার, ২০ জানুয়ারি , ২০১৭, ১২:১০:০০ এ এম
গনেশ পাল, মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে ::
1484840712.jpg
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এ বছর আমন ধানের ভালো ফলন হয়েছে। এরই মধ্য উপজেলার কোন কোন এলাকায় শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এ উপজেলায় এ বছর ৩৫শ’ হেক্টর জমিতে উফশী এবং ২৩হাজার ৩শ’ হেক্টর জমিতে স্থানীয় জাতের আমন ধান চাষ করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি সময় পর্যন্ত উফশী প্রজাতির ধান কাটা হয়েছে। যার গড় ফলন ৪ হাজার কেজি ধান প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে। বিগত বছরের চেয়ে এবারে উৎপাদন অধিক হারে বৃদ্ধি পাওয়ায় যেখানে গতবারে উৎপাদন ছিলো উফশী জাতের ৯হাজার ৩শ’ মে.টন চাল সেখানে এবারে হয়েছে ৯হাজার ৪৫০ মে.টন চাল। যার লক্ষমাত্রা ছিলো এবারে ৯হাজার ৪শ’ মে.টন। উৎপাদন হয়েছে ৯হাজার ৪শ’ ৫০ মে.টন চাল। স্থানীয় জাতের লক্ষমাত্রা ছিলো ৩৮হাজার ৮শ’ মে.টন চাল। ইতিমধ্যেই ১০হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে। সেখানে হয়েছে ১৭হাজার মে.টন চাল। সম্পূর্ণ জমির ধান কর্তন হলে লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি কর্মকর্তা অনুপম রায় জানিয়েছেন। এসব স্থানীয় জাতের ধানের মধ্যেও দুধ কলম, বাশপাইর, মুন্তেশ্বর, সাদামোটা ও লালমোটা যার ফলন খুবই ভালো হয়েছে। প্রতি হেক্টর জমিতে প্রায় ২৭শ’ কেজি ধান উৎপাদন হয়েছে। এছাড়া উফশী জাতের মধ্যেও বিআর-১১, বিআর-২৩, ব্রিধান-৪০, ৪১,৫১,৫২, ৪৪, ৫৪এর ফলন বেশী হয়েছে। বিশেষ করে নিশানবাড়িয়া, বলইবুনিয়া, রামচন্দ্রপুর, হোগলাপাশা, বণগ্রাম, হোগলাবুনিয়া ইউনিয়নগুলোতে উফশী জাতের ধান বেশী ভাল হয়েছে। অন্যান্য ইউনিয়নে স্থানীয় জাতের ধান বেশী হয়েছে। গতবারের চেয়ে আনুপাতিক হারে ফলন বেশী হয়েছে। পাশাপাশি এ বছরের ধান কাটার শুরুতেই কৃষক প্রতিমন ধান ৭শ’ টাকা দরে বিক্রি করতে পারছেন। যেখানে গতবার প্রতিমণ ধান বিক্রি হয়েছে ৫শ’ টাকা দরে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায় জানান, আমন মৌশুমে ধান ভাল হওয়ার কারন নির্দিষ্ট সময়ে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ, পোকামাকড়, রোগবালাই কম থাকা, আবহাওয়া অনুকূলে থাকা, মাঠপর্যায়ে কৃষকদেরকে সার্বক্ষনিক সঠিক পরামর্শ দেওয়া হয়েছে কৃষি অধিদপ্তরের মাধ্যমে।

আরও খবর

🔝