gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সাভারে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি , ২০১৭, ১২:০০:০০ এ এম
কাগজ ডেস্ক ::
default.png
ঢাকার সাভারে বিভিন্ন বাসা-বাড়িতে অবৈধভাবে দেওয়া প্রায় তিনহাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে সাভার সদর ইউনিয়নের দক্ষিণ কলমা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ সিদ্দিকুর রহমান। সংযোগ বিচ্ছিন্নের কাজে সাভার তিতাস গ্যাসের অন্তত ৩০ জন শ্রমিক কাজ করে। সিদ্দিকুর রহমান বলেন, গত কয়েক মাস আগে সাভারের দক্ষিণ কলমা এলাকায় ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে একটি চক্র বাড়িতে বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে মাটির নিচে থাকা কয়েকশ পাইপ তুলে এবং রাইজারগুলো খুলে নেওয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান নিয়মিত চলবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় অবৈধ গ্যাস সংযোগকারীর বিরুদ্ধে মামলা করা হবে।


আরও খবর

🔝