gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ডুমুরিয়া হাসপাতালে আইন না মেনে বিক্রিত সেই মালামাল ফিরিয়ে এনেছেন কর্তৃপক্ষ

❒ বিভিন্ন প্রত্রিকায় সংবাদ প্রকাশের জের

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি , ২০১৭, ১২:২৫:০০ এ এম
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ::
default.png
ডুমুরিয়া হাসপাতালের ২০ হাজার টাকা মূল্যের বিজ্ঞাপন বোর্ডটি নিয়ম-নীতি না মেনেই বিক্রি করা হয়েছে এই শিরোনামে বুধবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিক্রিত মালামাল ফিরিয়ে এনে গুদামজাত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আইন না মেনে বিক্রি করা ও মালামাল নিয়ে আগামী বোর্ড মিটিং-এ সিন্ধান্ত হবে বলে দায়িত্বশীল সুত্রে জানা গেছে।
জানা গেছে, ডুমুরিয়া হাসপাতালের ছাদের ওপর বিশাল আকৃতির একটি প্রচারণা ও বিজ্ঞাপন বোর্ড ছিল। বোর্ডে নব-জাতক ও গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য বিষযক দিক-নির্দেশনামূলক চিত্র দেয়া ছিল। গত মঙ্গলবার সকালে একদল শ্রমিক বোর্ডটি খুলে নছিমনে করে নিয়ে যায়। হাসপাতালের সহকারী ডাক্তার হাফিজুর রহমান বোর্ডটি মাত্র ৮’শ টাকার বিনিময়ে কাঁঠালতলা বাজারের লোহা ব্যবসায়ী আব্দুর সবুরের নিকট বিক্রি করেন। তবে কোন প্রকার টেন্ডার বা নোটিশ ছাড়াই অধিক মূল্যে’র সরকারী সম্পদ কম টাকায় বিক্রি করায় জনমনে নানাবিধ প্রশ্ন উঠে এবং বুধবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বিক্রিত ওই মালামাল ফিরিয়ে এনে ষ্টোর রুমে গুদামজাত করেন। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মারুফ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিক্রি মালামাল ফিরিয়ে এনে ষ্টোর রুমে রাখা হয়েছে এবং আগামী বোর্ড মিটিং-এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


আরও খবর

🔝