gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে পিঠা উৎসব ও লোক সংস্কৃতি সম্পন্ন
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জানুয়ারি , ২০২৪, ১০:০৪:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-01-30_65b91e8112266.jpg

যশোরে তিনদিনব্যাপী জাতীয় পিঠা ও লোক সংস্কৃতি উৎসব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে নান্দনিক পিঠা তৈরি ও প্রদর্শনের জন্যে পাঁচটি স্টলের তিনজনকে বিজয়ী ও দুইজনকে শুভেচ্ছা উদ্যোক্তা ও বিজয়ী চিত্রাঙ্কন প্রতিযোগিদের নাম ঘোষণা করা হয়।
বিজয়ী স্টলের মধ্যে রয়েছে ১ম জয়তী সোসাইটি, ২য় মোহনা মহিলা উন্নয়ন সংগঠন, ৩য় নৃত্য বিতান, শুভেচ্ছা পুরুস্কার আইডিয়া পিঠা পার্ক ও রুপকার যশোর। শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় তিনটি বিভাগে অংশগ্রহণকারীদের মধ্যে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাদেরকে পরে পুরস্কার দেয়া হবে।
সমাপনী দিনে শিল্পকলা একাডেমির মূলমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সাজ্জাদুর রহমান খান বিপ্লবের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু।
রোববার তিনদিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও যশোর জেলা শিল্পকলা একাডেমি এ উৎসবের আয়োজক।

 

আরও খবর

🔝