gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা তিন দিনেও উদ্ধার হয়নি
প্রকাশ : শুক্রবার, ১৯ জানুয়ারি , ২০২৪, ১২:৩৮:০০ পিএম , আপডেট : বুধবার, ৮ মে , ২০২৪, ০৪:২২:৪৫ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-01-19_65aa18f3b60bc.jpg

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পদ্মায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা তিন দিনেও উদ্ধার হয়নি। অভ্যন্তরীণ নৌপরিবহন তদারকি সংস্থা বিআইডব্লিউটিএ বলছে, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ‘রুস্তম’ ঘাটে বসে আছে। অপর উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ না আসায় উদ্ধার কাজ এখন পর্যন্ত শুরু করা যায়নি।
বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, ‘প্রত্যয়’ নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলে আসেনি এখনো। এটি পৌঁছালে আজ নতুন করে উদ্ধার কাজ শুরু করা হবে।
বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক শাহজাহান বলেন, ‘প্রত্যয় এলে ফেরি উদ্ধারের কাজ শুরু হবে। তবে এর আগে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল ডুবে থাকা ট্রাকগুলোকে শনাক্ত করে উঠানোর কাজ করবে। এই কাজে হামজা ও রুস্তম সহায়তা করবে।’
গত বুধবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে আটকে থাকা ফেরি রজনীগন্ধা ডুবে যায়।
পরদিন বুধবার বেলা ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম পাটুরিয়া পৌঁছায়। ওই দিন সকাল ১০টায় নৌবাহিনীর ডুবুরি দল ডুবে যাওয়া ফেরির আশপাশে ট্রাকের অনুসন্ধান চালায়। এরই মধ্যে একটি ট্রাকের সন্ধান পেয়েছে।
উল্লেখ্য, ফেরিডুবির ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং চার জন সাঁতরে পাড়ে ওঠেন। ফেরির দ্বিতীয় ইঞ্জিনচালক হুমায়ুন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন।

আরও খবর

🔝