gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর পেট্রোল পাম্পে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা
প্রকাশ : শনিবার, ১৬ ডিসেম্বর , ২০২৩, ০৪:৩৮:০০ পিএম
বগুড়া সংবাদদাতা:
GK_2023-12-16_657d64a11132a.jpg

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লার মালিকানাধীন হক পেট্রোল পাম্পে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোর ৪টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় পাম্পে অকটেন ও পেট্রোল দেওয়ার তিনটি যন্ত্র ভাঙচুর করা হয়।
‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম ব‌লেন, ভোরের দিকে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত পেট্রোল পাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা পাম্পে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে গত ১১ ডিসেম্বর কাহালুর তিনদিঘী বাজারে ডা. জিয়াউল হক মোল্লার নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটে। হামলায় স্বতন্ত্র এই প্রার্থীসহ দুই কর্মী আহত হন। ওই সময় তিনি হামলার জন্য বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে দায়ি করেছিলেন। পরদিন ১২ ডিসেম্বর কাহালু থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরও খবর

🔝