gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রাঙামাটিতে ১২ দোকান পড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশ : শনিবার, ২ ডিসেম্বর , ২০২৩, ০২:২৮:০০ পিএম
রাঙামাটি সংবাদদাতা:
GK_2023-12-02_656ae8c715dc9.jpg

রাঙামাটিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১২টি দোকান। শনিবার (২ ডিসেম্বর) ভোরে এই আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি শহরের স্টেডিয়াম এলাকায় রন চাকমার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাটি সকাল সকাল হওয়ার কারণে কোনো দোকানি তাদের মালামাল বের করতে পারেনি। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
তারা আরও জানান, ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন জানান, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১২টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে।

আরও খবর

🔝