gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
জয়পুরহাটে ১ লাখ ২৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ জুন , ২০২১, ০৬:৩৬:৩৯ পিএম
জয়পুরহাট প্রতিনিধি ::
1622724163.jpg
৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ অভাবজনিত রাতকানা রোগের প্রাদূর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্ঠিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে জয়পুরহাটে ৮৩৪ টি কেন্দ্রের মাধ্যমে আগামী ০৫ জুন থেকে ১ লাখ ২৬ হাজার ১২৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী।সিভিল সার্জন জানান, আগামী ৫ জুন থেকে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ  প¬াস ক্যাম্পেইন চলবে। এবার জয়পুরহাট সদর, কালাই, আক্কেলপুর, ক্ষেতলাল,পাঁচবিবি  উপজেলা ও পৌরসভায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ২২৫ জন শিশুকে দেওয়া হবে নীল রঙের ভিটামিন ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৪ হাজার ৯০০ শিশুকে দেওয়া হবে লাল ক্যাপসুল।জেলার ৮৩৪টি কেন্দ্রে ভিটামিন এ প¬াস ক্যাম্পেইন পরিচালিত হবে। ক্যাম্পেইন সফল করতে ৪১২৫ প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জালাল হোসেন, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি এসএম সোলায়মান আলী, সাধারণ সমম্পাদক রফিকুল ইসলাম রফিক, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, সিভিল সার্জন অফিসের এমও আইটি ডাঃ রোমানা আফরিন, ইপিআই সুপার সায়েম উদ্দীনসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনক মিডিয়ার সাংবাদিকরা।

আরও খবর

🔝